রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। কিন্তু তাঁর মতো কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয় না দর্শকের মননে, যাপনে। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু চলচ্চিত্র দুনিয়া নয়, বাঙালির সাহিত্য জগত, নাটককেও সমৃদ্ধ করেছেন তিনি। বিশেষ করে মঞ্চ ছিল তাঁর হৃদয়ের কাছের জায়গা। আগামী ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। সেই দিনটি একটু অন্যভাবে উদ্যাপন করে তাঁর 'বাপি'কে শ্রদ্ধার্ঘ্য জানানোর পরিকল্পনা করেছেন সৌমিত্র-কন্যা পৌলোমী চট্টোপাধ্যায়। সৌমিত্রর-ই লেখা ও একসময়ের মঞ্চসফল নাটক ‘চন্দনপুরের চোর’ নাটকটি ফের ওইদিন মঞ্চে হাজির করবেন পৌলোমী, তাঁর-ই নির্দেশনায়। প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ দুপুর আড়াইটে নাগাদ মঞ্চস্থ হবে ‘চন্দনপুরের চোর’।
সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে কেন এই নাটকটিকেই বাছাই করলেন তিনি? সবকিছু আজকাল ডট ইন-এর সঙ্গে ভাগ করে নিলেন পৌলোমী চট্টোপাধ্যায়।
“ ‘চন্দনপুরের চোর’ নাটকটি বাপির-ই লেখা। জ্যঁ অ্যানুয়ের রচিত 'আ থিফস কার্নিভ্যাল' নাটকের ছায়া অবলম্বনে তিনি এই নাটকটি রচনা করেছিলেন। আটের দশকে এই নাটক মঞ্চস্থ হত বিজন থিয়েটারে। খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়ে। সত্যি কথা বলতে কি, এই নাটকটা প্রথম থেকে মোটেই নির্বাচন করা ছিল না আমাদের। অন্য একটি নাটক বাছাই করে রেখেছিলাম, যা যথেষ্ট গুরুগম্ভীর। কিন্তু শেষমেশ সিদ্ধান্ত হল, ওঁর জন্মদিনে এমন একটি নাটক বাছাই করব যা ওঁর- লেখা এবং যা দেখে দর্শক হাসিখুশি মন নিয়ে বাড়ি ফিরতে পারবেন। একটা ফিল-গুড নাটক। তাই চন্দনপুরের চোর। নাটকটির পরতে পরতে মিশে রয়েছে সোশ্যাল স্যাটায়ার। সমাজের বিভিন্ন ধ্যান ধারণাকে ব্যঙ্গ করবে ‘চন্দনপুরের চোর’। এছাড়াও আরও একটি ব্যাপার আছে, বাপি যখন এই নাটকটি মঞ্চস্থ করেছেন তখন কিন্তু আমি দেখিনি। একদিকে ভাল- হয়েছে। নিজের মতো করে রূপ দিতে পারছি।”
সামান্য থেমে তিনি আরও বললেন, “এই নাটকের অন্যতম সম্পদ শঙ্কর চক্রবর্তী। কী অসাধারণ কাজটাই না ও করেছে এই নাটকে। অসাধারণ কমেডি টাইমিং। আর মানুষ হিসাবেও ও এত ভাল...কিছু বলার নেই।” সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘চন্দনপুরের চোর’ নিয়ে কথা বলতে বলতে ঈষৎ ছলছলে তখন তাঁর চোখ –“চন্দনপুরের চোর -এ বাপি অভিনয় করতেন 'হারান'-এর চরিত্রে, সেই ভূমিকায় এখন দেখা যাবে অরিন্দম চট্টোপাধ্যায়কে। শঙ্কর রয়েছে ‘খ্যাঁদা’র ভূমিকায়। সেটা তখন করতেন অনুপকুমার। আমিও 'বনবালা' নামের একটি চরিত্রে অভিনয় করছি।”
নানান খবর
নানান খবর

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?